ইবির সাদ্দাম হলে চুরির ঘটনায় তদন্ত কমটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হল প্রভোস্ট। আজ বুধবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. আতিকুর রহমান ও আবাসিক শিক্ষকদের জরুরি বৈঠকে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে হলের আবাসিক শিক্ষক আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আমজাদ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক হাফিজুর রহমান ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এস এম জহিরুল হক।
জানা যায়, গত সোমবার মধ্যরাতে সাদ্দাম হোসেন হলের ২১৭নং কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়। মঙ্গলবার ওই শিক্ষার্থী হল রুম থেকে প্রয়েজনীয় জিনিসপত্র আনতে গিয়ে হলের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। এসময় রুম দুইটি রাইস কুকার, কিছু বই ও জামা-কাপড় চুরি হয়েছে বলে জানায় সে। এছাড়াও তার পাশের কক্ষের তালা ভাঙার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় ওই শিক্ষার্থী সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের জরুরি সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও ওই দিনে হলের উত্তর ব্লকের ২য়, ৩য় ও ৪র্থ তলার গোসলখানার শাওয়ারের রডসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও চুরি হয়েছে।
রাজনীতি/কামাল