লৌহিত সাগরে ইরানি জাহাজে হামলা

লোহিত সাগরে ইয়েমেনের কাছে একটি ইরানি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি তেহরানের আধাসামরিক বাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করত। কয়েক বছর ধরে জাহাজটি ওই এলাকায় অবস্থান করছিল। দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার ইরানি জাহাহ সাভিজে হামলার ঘটনাটিকে আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে রহস্যজনক হিসেবে মন্তব্য করা হয়েছে। এই হামলার জন্য ইসরাইলকে সন্দেহ করা হচ্ছে।
ইরানি জাহাজটি দীর্ঘ দিন ধরে ওই স্থানে অবস্থান করায় সমালোচনা করেছিল সৌদি আরব। পশ্চিমা ও জাতিসংঘ বিশ্লেষকরা বলছেন, ইরান ওই জাহাজটির মাধ্যমে ইয়েমেনের হুতিদের অস্ত্র ও সমর্থন দিত। তবে ইরান হুতিদের সঙ্গে অস্ত্র যোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ বলেছেন, সাভিজ হলো বেসামরিক জাহাজ। এটি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। এই জাহাজটি লোহিত সাগরে ইরানের ‘লজিস্টিক স্টেশন’ হিসেবে কাজ করে। এটি অ্যান্টি-পাইরেটিং সেবা দেয়। হামলার বিষয়টি নিশ্চিত করে ওই মুখপাত্র বলেন, ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটান ঘটেনি। কিভাবে এ ঘটনা ঘটল এবং এ ঘটনার উৎস খুঁজে বের করার কাজ চলছে।
রাজনীতি/কাসেম