ঈদের আগেই ত্বকের সৌন্দর্য বাড়াবেন যেভাবে

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১, রাত ০৯:৪৭


কিছুদিন পরেই কোরবানির ঈদ। ঈদ মানেই ঘরে ঘরে আনন্দের ঝড় বয়ে যাওয়া। ঈদে প্রত্যেক নারীই চায় নিজেকে সব থেকে বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখাতে। তাইতো এই সময় পার্লারগুলোতে রূপ সচেতন নারীদের ভিড় দেখা যায়। ত্বকের সৌন্দর্য বাড়াতে কত কিনা করেন তারা। পুরুষরাও এদিক থেকে পিছিয়ে নেই। তবে পার্লার কিংবা কোনো প্রসাধনী ব্যবহার না করেও আপনি পেতে পারেন সুন্দর ও আকর্ষণীয় ত্বক। কিছু ঘরোয়া পদ্ধতি ত্বকের সৌন্দর্য বাড়িয়ে দিতে দারুণ কার্যকর। তাই চলুন সে ঘরোয়া পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক- দুধ ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে দুধ ব্যবহার করতে পারেন। এতে আপনার স্কিন নরম হবে। দুধের সঙ্গে টমেটোর রস মিশিয়ে থকথকে পেস্ট বানান। সারারাত মিশ্রণটি লাগিয়ে রাখলে ভালো ফল পাবেন। দারচিনি ত্বকে ব্রণের সমস্যা কমাতে দারচিনি খুব উপকারী। দারচিনি গুঁড়া করে নিয়ে লাগিয়ে ফেলুন ত্বকে। কয়েক ঘণ্টা রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলেই যথেষ্ট। এতেই উপকার পাবেন। হলুদের ব্যবহার অয়লি স্কিন অর্থাৎ তৈলাক্ত ত্বকের জন্য পিম্পল, কালচে দাগ, অ্যাকনে কত কী না হয়। তাই সবার আগে দরকার তৈলাক্ততা দূর করা। হলুদ বেটে বা গুড়িয়ে তাতে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। রোজ ব্যবহার করুন। মাস্কটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহে আপনি ফল পাবেন। ডিমের সাদা অংশ ও লেবুর রস মুখে বা নাকে ব্ল্যাকহেডস থাকলে দেখতে তো খারাপ লাগে আর আপনার কনফিডেন্সও হারিয়ে যায়। তাই ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে ডিম ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এর জন্য ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন৷ ত্বকের যে যে জায়গায় ব্ল্যাক হেডস হয় সেখানে মিশ্রণটি লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। রাজনীতি/সাএস

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied