করোনায় আরো ৪৩ জনের মৃত্যু

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১২:২১


দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ২২৫ জনের। আজ শনাক্তের হার ৫.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৬২৩টি। রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৯০ হাজার ৫৪১জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে বিভাগে ৮ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রংপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ২২ জন পুরুষ এবং ২১ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৫১২ জন এবং নারী ৯ হাজার ৭১৩ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ৪, ৭১ থেকে ৮০ বছরের ৯, ৬১ থেকে ৭০ বছরের ১০, ৫১ থেকে ৬০ বছরের ১০, ৪১ থেকে ৫০ বছরের ৩, ৩১ থেকে ৪০ বছরের ৫ জন এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। রাজনীতি/এসজে

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied