জালালাবাদে তিন বিস্ফোরণে দুইজন নিহত

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, বিকাল ০৬:২৪


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তিনটি বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক তালেবান কর্মকর্তা। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা শনিবার জানান, টহল যানকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তালেবান শাসনে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।

এদিকে, নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিস্ফোরণে তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলো দুইজন নিহত ও ১৯ জন আহতের খবর দিয়েছে।

বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা গেছে, তালেবানের পতাকা লাগানো একটি সবুজ পিকআপ ট্রাকের চারপাশে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে তালেবান যোদ্ধারা।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে আফগানিস্তানের আইএস জঙ্গি গোষ্ঠির প্রধান ঘাটি। এই জঙ্গিদলটি গেলো আগস্টে কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতি হামলার দায়ী।

বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা গেছে, তালেবানের পতাকা লাগানো একটি সবুজ পিকআপ ট্রাকের চারপাশে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে তালেবান যোদ্ধারা।

নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে আফগানিস্তানের আইএস জঙ্গি গোষ্ঠির প্রধান ঘাটি। এই জঙ্গিদলটি গেলো আগস্টে কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতি হামলার দায়ী।

রাজনীতি/এসকে

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied