পাকিস্তান সফর বর্জন করতে পারে ইংল্যান্ডও

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১২:৫০


নিরাপত্তা শঙ্কায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগ মুহূর্তে গতকাল  পাকিস্তান সফর বাতিল করেছে সফরকারী নিউজিল্যান্ড দল। কিউইদের এমন সিদ্ধান্তের পর এবার ইংল্যান্ড দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। সফর নিয়ে চিন্তিত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ পত্রিকা টেলিগ্রাফে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ বছর পর আগামী অক্টোবরে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের। সূচি অনুযায়ী করাচিতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। ২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড দল। এখন পাকিস্তান সফর নিয়ে চিন্তায় ইসিবি। তারা জানায়, পাকিস্তানের সফর নিয়ে নতুন করে ভাববে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিগ্রাফকে ইসিবির একজন মুখপাত্র বলেছেন, 'নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করায়, পরিস্থিতি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। আমরা নিরাপত্তা দলের সাথে যোগাযোগ রাখছি, যারা পাকিস্তানে আছে তারাই পরিস্থিতি সম্পর্কে ভালো বলতে পারবে। তবে অক্টোবরে পাকিস্তান সফর হবে কি-না, এ নিয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ইসিবি।' নিরাপত্তা নিয়ে পরামর্শের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইসিবি একই প্রতিষ্ঠান ইএসআই রিস্ককে ব্যবহার করে। তাই পাকিস্তান সফর নিয়ে ইংল্যান্ডের শঙ্কা থেকেই যাচ্ছে। তবে ইংল্যান্ড যদি পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নেয়, তবে বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থাকবে তাদের। রাজনীতি/জেকে

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied