শোক দিবসে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, সকাল ০৭:৫৫


বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি) ৩২/১ (সাবেক ৪৪৮/এ) মগবাজার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি কর অঞ্চল-১৪ ঢাকা উপ কর কমিশনার মো. মেহেদী মাসুদ ফয়সাল, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের সভাপতি মো. সুরতুজ্জামান। এ ছাড়াও বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কার্যকরী সভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম সুজন, সাংগঠনিক সম্পাদক আর কে চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল হাসেম শান্তি, অর্থ সম্পাদক মো. হাসমত আলি মোল্লা, গাজীপুর সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন কক্সবাজারসহ বিভাগ জেলা মহানগর এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু সায়েম সরকারের নিকট পেশকৃত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। রাজনীতি/এসএম

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied