সৌদিতে পুরুষের চেয়ে বেতন বেশি নারীদের

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১২:৫৮


সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীদের গড় বেতন বেশি। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আল-ওয়াতান পত্রিকার একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সৌদি গেজেট। মিডলইস্ট ডট ইন টুয়েন্টি ফোর। প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে নারীদের গড় মাসিক বেতন ছিল ৪১০৫ রিয়াল আর পুরুষদের বেতন ছিল ৩৯৪৪ রিয়াল। যদিও প্রতিবেদন বলছে, এ সময়ে নারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পেলেও সামগ্রিকভাবে লিঙ্গবৈষম্য পুরোপুরি দূর হয়নি। তথ্য বিশ্লেষণে দেখা যায় ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে পুরুষদের গড় বেতন ছিল ১৮২০ ডলার, আর নারী সহকর্মীদের বেতন ছিল ১১৯০ ডলার। রাজনীতি/জেএম

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied