হত্যা করে শিশুকে নিজ ঘরে পুঁতে রাখলেন চাচি

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, দুপুর ০১:২২


মাদারীপুর শিবচরের বেপারী কান্দি এলাকায় কুতুব উদ্দিন নামের এক শিশুকে হত্যা ও তার মরদেহ পুঁতে রাখার দায়ে শিশুটির আপন চাচিকে আটক করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করেছেন চাচি নার্গিস বেগম। এ ঘটনায় ওই শিশুর চাচাতো বোনকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩ টার সময় বেপারী কান্দি গ্রাম থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় স্বজনের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। এর আগে গত বুধবার শিশু কুতুব উদ্দিন বাড়ি থেকে নিঁখোজ হয়। শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) শিশু কুতুব উদ্দিন নিঁখোজ হয়। শিশুটির বাবা ইউনুস বেপারী বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের একটি চৌকস টিম শিশুটির চাচি নার্গিস বেগম ও চাচাতো বোন হাফসাকে আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায়, শিশু কুতুব উদ্দিনকে হত্যার পর ঘরের টয়লেটের পাশে মেঝেতে গর্ত করে সেখানে লাশ পুঁতে রাখেন নার্গিস বেগম। পরে শুক্রবার গভীর রাতে নার্গিস বেগমের ঘরের ভেতর গর্ত খুড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, শিশু কুতুব উদ্দিনের আপন চাচি নার্গিস বেগম শিশুটিকে বাড়ি থেকে এনে হত্যা করে এবং ঘরের ভিতর টয়লেটের পাশে গর্ত করে লাশ পুঁতে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরবর্তীতে হত্যাকারীকে নিয়ে সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান ও আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। নার্গিস বেগম জানিয়েছেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকার কারণেই তার ভাতিজা কুতুব উদ্দিনকে হত্যা করেছেন তিনি। রাজনীতি/জই

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied