অবরোধে প্রাইভেটকার ভাঙচুরের প্রতিকার না পেয়ে নিজের গাড়িতে নিজেই আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩, দুপুর ০৩:৪৯


গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় অবরোধের প্রথম দিনে হরতালকারীরা মিন দেওয়ান নামের এক ব্যক্তির গাড়িতে হামলা চালিয়ে প্রাইভেট কার ভাঙচুর করে। বিভিন্ন জায়গায় ঘুরে এই ঘটনায় কোন প্রতিকার না পেয়ে অভিমানে ওই ব্যক্তি শুক্রবার বগাবাড়ি বিলের উন্মুক্ত স্থানে নিয়ে নিজের ভাঙ্গা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। মঈন দেওয়ান স্থানীয় আওয়ামী লীগ রাজনীতি ও সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিনে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহের জন্য যায় এ সময় সন্ধ্যায় কতিপয় অবরোধকারী তার গাড়ি থামিয়ে ভাঙচুর করে তিনি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা তার গাড়িটিকে ভাঙচুরসহ শারীরিক ভাবে লাঞ্ছিত করে।


বিষয়টি বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হলেও তারা এঘটনার কোন প্রতিকার করতে পারেননি। গাড়ি ভাঙচুরের প্রতিকার না পেয়ে সাংবাদিক মঈন অভিমান করে তার গাড়িটি উপজেলার বাগাবাড়ি চকে উন্মুক্ত স্থানে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।


এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ আকবর আলী জানান, বিষয়টি লোক মুখে শুনেছি এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসি/আরএইচ

Link copied