ই-অরেঞ্জ গ্রাহকদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১১:৩৮


ই-অরেঞ্জের টাকা ফেরত ও পরিদর্শক সোহেল রানাসহ প্রতারণার সঙ্গে জড়িতদের বিচারে ১০ দফা দাবিতে আন্দোলনরত গ্রাহকদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে স্মারকলিপি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত এবং দুজনকে আটক করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে। সকাল সাড়ে ১০টার দিকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৩০০ গ্রাহক ‘ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে ১০ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে মৎস্য ভবন গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে তারা পুলিশ কর্মকর্তা সোহেল রানা ও ক্রিকেটার মাশরাফির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্সের বিরুদ্ধেও স্লোগান দেন ই-অরেঞ্জ গ্রাহকরা। পুলিশ জানায়, সমাবেশ শেষে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের স্মারকলিপি দেওয়ার কথা থাকলেও তারা বিষয়টি না মেনে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার জানান, ই-অরেঞ্জের আন্দোলনকারীরা মিছিল শেষে ব্যস্ত সড়ক অবরোধ করতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। রাজনীতি/জেএস

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied