কাউন্সিলর হলেন বিএনপির দুই প্রার্থী

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১, দুপুর ০২:২৬


ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে দলীয় বাধা এবং আ.লীগ নেতাকর্মীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপির দুই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম উদ্দিন ভূঞা ৩নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি চতুর্থবার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবদুল হালিম সোহেল ভূঞা উট পাখি প্রতীকে পেয়েছেন ১০৭ ভোট। তারা দুই জনেই একই বাড়ির বাসিন্দা। অপরদিকে সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে উপজেলা মহিলা দলের সভাপতি মনিহার বেগম আনারস প্রতীকে ১৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার তিনি পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর মহিলা লীগের সভাপতি উম্মে ফাতেমা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৫৯৮ ভোট। দলীয় সিদ্ধান্ত এবং আ.লীগের কঠোর বাধা উপেক্ষা করে বিএনপি নেতা ইমাম উদ্দিন ভূঞা ও মহিলা দলের নেত্রি মনিহার বেগম নির্বাচনে প্রার্থী হয়ে শেষ লড়াই চালিয়ে যান। সোমবার পাঁচস্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে সোনাগাজী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঁইয়া জানান, এলাকাবাসীর আগ্রহের কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান। রাজনীতি/জই

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied