কালিয়াকৈরে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, বিকাল ০৫:২২


শহিদুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ ‍আগস্ট) রাত ৯টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনোয়ার হোসেন কাপাসিয়া উপজেলার কুঠবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে অটো রিক্সায় যাত্রী নিয়ে সফিপুর বাজারে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। এ সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা চন্দ্রা আগামী তাকওয়া নামক একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় আনোয়ার হোসেনের।আহত হয় ২ যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে বাসের চালক ও হেল্পার এখনো পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি বিধি-মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে।

এমএসি/আরএইচ

Link copied