খালে ডুবে রামেকছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, সকাল ০৭:৫৪


গোসল করতে খালে নেমে ডুবে গিয়ে মোছাব্বির হোসেন ফাহিম (২২) নামে রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি প্রেম যমুনা ঘাটের পাশে খালে এ ঘটনা ঘটে।

নিহত মোছাব্বির হোসেন ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সারিয়াকান্দি সদর ইউনিয়নের মেম্বর মনিরুজ্জামান বাবু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে মেম্বর মনিরুজ্জামান বাবু জানান,  ফাহিম ও তার খালাতো ভাই মোহায়মেনিন গত শুক্রবার সারিয়াকান্দির দীঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মণ্ডলের বাড়িতে বেড়াতে যান।

শনিবার সকাল ৮টার দিকে নানাবাড়ির কাছে প্রেম যমুনা ঘাটের পাশে খালে গোসল করতে যান তারা।

ফাহিম গোসল করতে খালে নামলেও মোহায়মেনিন পাড়ে বসেছিলেন। গোসলের এক পর্যায়ে ফাহিম খালে ডুবে যান। খবর পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। এর আগেই স্থানীয়রা অচেতন অবস্থায় ফাহিমকে খাল থেকে তুলে আনেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied