চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

চবি প্রতিনিধি

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, দুপুর ১২:৫৭


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের দুইগ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ৪ কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থেমে গেলেও ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজমান। সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 শুক্রবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আমানত হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 বিবাদমান গ্রুপ দুটির মধ্যে সিএফসি শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবং সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর নেতৃত্বাধীন।

 আহতরা হলেন— সিক্সটি নাইনের কর্মী ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিম হায়দার, একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের মিশো মুমিনুল এবং ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাহমুদ রাফি। এবং সিএফসির কর্মী ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আরাফাত। এর মধ্যে গুরুতর আহত নাদিম এবং মুমিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিহাব আরমান নামে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিএফসি গ্রুপের কর্মীরা। এর জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে সিএফসির জুনিয়র কর্মীরা আমানত হলে প্রবেশ করতে গেলে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা তাদের উপর হামলা করে। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ বিষয়ে সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করছি। আর এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নিবো।

সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বলেন, জুম্মার নামাজ শেষে আসার পথে আমাদের এক কর্মীকে মেরেছে সিক্সটি নাইনের ছেলেরা। এখন পরিস্থিতি শান্ত। দুই গ্ররুপের মধ্যে কথা হচ্ছে। বিষয়টি এখন মিটমাট হওয়ার পথে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied