জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চেলসির

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, সকাল ০৭:০৮


গেল আসরে কোচ টমাস তুখেলের অধীনে অনেকটা চমকে দিয়েই চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল চেলসি। এবার নতুন মৌসুমের শুরুর দিনও জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জেনিথকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। দলের পক্ষে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দ্বিতীয় মেয়াদে দলটিতে ফেরা রোমেলু লুকাকু। উড়তে থাকা চেলসিকে এদিন পুরোপুরি ছন্দে পাওয়া যায়নি। ম্যাচের ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১১টি শট নেয় চেলসি, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে যাওয়ার মতো। জেনিতেরও ছয়টি শটের দুটি লক্ষ্যে ছিল। ব্যবধান গড়া গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ৬৯তম মিনিটে সেসার আসপিলিকুয়েতার ক্রসে ডি-বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লুকাকু। দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এটাই তাঁর প্রথম গোল। এরপর শেষ দিকে কয়েক বার সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি চেলসি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানেই গোটা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই গ্রুপের আরেক ম্যাচে মালমোকে ৩-০ গোলে হারায় জুভেন্টাস। দলের হয়ে একটি করে গোল করেন আলেক্স সান্দ্রো, পাওলো দিবালা, আলভারো মোরাতা। রাজনীতি/জেএম

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied