পদ্মা সেতুতে প্রথম জরিমানা দিলেন আয়ুব খান

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৬ জুন ২০২২, দুপুর ১২:২৯


খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় মাদারীপুরের কাঁঠালবাড়ির বাসিন্দা আয়ুব খান পদ্মা সেতু দেখতে এসেছিলেন। ইচ্ছে ছিল সেতুর ওপাশে যাবেন। আর তাতেই বাঁধলো বিপত্তি।

মোটরসাইকেল যাওয়ার সময় হেলমেট না থাকায় তাকে গুনতে হয়েছে জরিমানা। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা জরিমানা দেন। এর ফলে তিনিই পদ্মা সেতুর ভ্রাম্যমাণ আদালতে প্রথম জরিমানার শিকার।

রবিবার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত দুপুর ২টার দিকে তাকে জরিমানা করে।

আয়ুব খান জানান, ঘুরতে এসেছিলাম স্বপ্নের পদ্মা সেতুতে। এরপর ইচ্ছে হলো সেতু পার হয়ে ওই পাশে যাই। কিন্তু যখন টোলপ্লাজা পার হতে যাই তখনই সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলমেট না থাকায় জরিমানা করেন। হেলমেট ছাড়া যে সেতু পার হওয়া যাবে না, এই বিষয়টি আমার জানা ছিল না।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মোটরসাইকেল যাত্রায় হেলমেট বাধ্যতামূলক। সেটি সেতু পার হওয়ার ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই হেলমেট না থাকায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied