পদ্মা সেতু পার হওয়া প্রথম মোটরসাইকেল আরোহী আমিনুল

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৬ জুন ২০২২, দুপুর ১১:৩২


পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপারের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। সকাল ৬টা থেকে সেতু দিয়ে যানবাহন পারাপার শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকে বিভিন্ন যানবাহনের চালকরা সেতু পার হবার জন্য অপেক্ষা করতে থাকেন। যাত্রা শুরু হলে সবাই প্রথমবারের মতো সেতুতে উঠতে পেরে সবাই  উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আজ প্রথম টোল দিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। তার নাম আমিনুল ইসলাম । তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ফরিদপুরের উদ্দেশে গেছেন।

তিনি বলেন, ‘টোলের ১০০ টাকা দিয়ে প্রথম যাত্রী হয়ে পদ্মা সেতু পাড়ি দিতে পেরে আমি আনন্দিত। আমার আশা ছিল সর্বপ্রথম আমি পদ্মা সেতুতে ওঠব। আমার আশা আল্লাহ পূরণ করেছে।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মা সেতুতে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এ সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটতে নিষেধ করা হয়েছে।

 

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied