পূজা মণ্ডপে হামলা হলে কঠোর ব্যবস্থা: কাদের

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২ অক্টোবর ২০২২, দুপুর ১২:৪৮


সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পূজায় মন্দিরে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার রমনা কালীমন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দুর্গাপূজা দুর্বৃত্তদের দ্বারা টার্গেট হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নোয়াখালীর চৌমুহনীতে, কুমিল্লা শহরে, রংপুরে হামলার ঘটনা ঘটেছে। এসব কাজ হিন্দুদের বাড়িঘর, জমি দখলের উদ্দেশে করে। গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক রয়েছে।’

তিনি বলেন, আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্যে এটাই ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করে তাহলে ছাড় দেওয়া হবে না।

সেতুমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied