ভুয়া সার্টিফিকেটে ১৪ বছর ধরে ব্যাংক এশিয়ার উচ্চপদে চাকরি করছে কাজী এরশাদুল আলম

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৪ এপ্রিল ২০২২, দুপুর ০২:৪৪


 কাজী এরশাদুল আলম। ২০০৮ সালে ব্যাংক এশিয়ার কার্ড বিভাগের সহকারী রিলেশনশিপ অফিসার হিসেবে চাকরি শুরু করেছে। চাকরিতে যোগদান'র সময় নিজেকে 'বিবিএ'' পাস দাবি করে সেই সময় চাকরিতে প্রবেশ করেন এরশাদ। এরশাদুল আলম'র সার্টিফিকেটএ দাবি করা হচ্ছে 'দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিবিএ পাস করেছেন তিনি। কিন্তু;

অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে এই নামে কোনো ক্যাম্পাস নেই তারপরেও ডিজিটাল যুগের সরঞ্জাম অনলাইন ব্যবহার করে চেক করা হয়েছে, সেখানেও এই নামে কোনো ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায়নি এবং ২০১০ এর শেষের দিকে তিনি 'অতীশ দীপংকর ইউনিভার্সিটি' থেকে 'এমবিএ' পাস সার্টিফিকেট নিয়ে ব্যাংক এশিয়ায় জমা দেয়, সেটিও ছিলো টাকার বিনিময়ে।

এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রতারণার আশ্রয় নিয়ে ১৩-১৪ বছর ধরে এই ভূয়া সার্টিফিকেট এ সে 'ব্যাংক এশিয়ায়' চাকরি করছে? তার আরও বিস্তারিত আসছে.. দৈনিক রাজনীতি' পত্রিকার সঙ্গেই থাকুন।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied