ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২০

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:৫২


কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অনেকে।

 

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক গণমাধ্যমকো দুর্ঘটনার তথ্যটি জানিয়েছেন।

ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

 

এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আট ইউনিট পাঠানো হয়।

আরও ইউনিট প্রস্তুত করে রাখা হয়েছে। উদ্ধার অভিযানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে ২০টি মরদেহ উদ্ধার করেন।  

 

উদ্ধার অভিযান এখনো চলমান জানিয়ে তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

এমএসি/আরএইচ

Link copied