মানুষের ক্ষতি হয় এমন কাজে লিপ্ত থাকাই অপরাধ-মুরাদ নূর

শুক্রবার, ৬ আগস্ট ২০২১, বিকাল ০৭:০১


পরীমনি দেশ প্রতিনিধিত্ব করা একজন (অসফল!) শিল্পী। আমরা এভাবেই তাঁকে জানি। তুমুল পরিচিত। জনপ্রিয়তার চেয়ে পরিচিতি'ই প্রায় দশগুণ বেশি! এই পরিচিতিকেই জনপ্রিয়তায় রুপান্তরিত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেশা-পেশার আসন (শিল্পী) মেধা দিয়ে কাজে লাগিয়ে যদি (বাঁধনের মতো) বিশ্ব থেকে সুনাম বয়ে আনতো! তাহলে আমরাই তাঁকে নিয়ে গর্ব করতাম। বিশ্বে বাংলাদেশী নারীর বিজয় দেখতাম। আবেগে ঐশ্বরিয়া, মাধুরিদেরও হার মানিয়ে দিতাম। শিল্পীরা নিজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য, সৃষ্টিকর্তার জন্য আজন্মকাল কাজ করে যান। শিল্পীরা সৃষ্টিকর্তার আর্শীবাদ স্বরুপ প্রতিনিধি। শিল্পীর গড়া শিল্পেই সৃষ্টিকর্তা বেঁচে থাকেন। সাধারণের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিয়েই শিল্পীর জন্ম হয়। একেকজন শিল্পীই হয়ে যায় একেকটি বিশ্ববিদ্যালয়। কথিত শিল্পী, সমালোচিত চিত্র নায়িকা পরীমনি নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, চলচ্চিত্রের জন্য, তাকে নিয়ে স্বপ্ন দেখা মানুষদের জন্য আজও গর্বের মতো কিছু করতে পারে নাই। আর কবে! গ্রামীণ একটা প্রবাদ আছে, 'যে পাখী উড়ে তা বাসাতেই বুঝা যায়'। পরী নিজেই ডানাকাটা! উড়বে কিভাবে.?রুপকথার গল্পেও পরীদের ডানাকাটা থাকতো না। উটপাখিদের ডানা থাকেনা। কিন্তু পরীদের থাকে। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, মানুষের ভালোবাসা, শতভাগ মিডিয়া সাপোর্ট, জৌলুশ, সাধারণ মানুষের ভালোবাসা, সৃষ্টিকর্তার অসীম আর্শীবাদ নিয়েও যে শিল্পী নিজ ও দেশের জন্য গর্বের কারন হতে পারলো না। জনপ্রিয়তার সদব্যবহার করতে পারলো না। শিল্পীদের জন্য এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে?? যারা পরীদের বেপরোয়া জীবনযাপনে অপরাধ খুঁজে পান না। তারাও অপরাধ করছেন নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি! জগতে অপরাধ বিভিন্ন ধরনের হয়। অপরাধীর লিঙ্গ বৈষম্য নেই। পৃথিবীর বিবর্তনে অপরাধ, সমস্যা, তা সমাধানেও পরিবর্তন এসেছে। রাষ্ট্রীয় নীতি, সমাজিক রীতি বুঝে অপরাধ, পাপ-পুণ্য নির্ধারন হয়। তবে, মূলটা হলো মানুষের অশান্তি তৈরি করে এমন কাজই অপরাধ। এখনও পরীদের অপরাধ খুঁজে পান না.? নচি'দা তাহলে আপনাদের জন্য বলেছিলো 'আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি'। এখনও স্বপ্ন দেখি শিল্প-সাহিত্য করতে আসা, সৃষ্টিকর্তার ঐশ্বরিক সহযোগিতার মানুষগুলো জ্বীন-পরীদের থেকে শিক্ষা নিয়ে, পরীরাও নিজেদের ভুল বুঝতে পেরে নিজ-দেশ-পৃথিবীকে আলোকিত করবেন। লেখকঃ মুরাদ নূর সুরকার ও সংস্কৃতিকর্মী [email protected] রাজনীতি/জিসু

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied