শিক্ষা উপমন্ত্রীকে ডিআরইউতে অবাঞ্ছিত ঘোষণা

বৃহস্পতিবার, ২০ মে ২০২১, দুপুর ০৪:০৬


সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করার খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে অবমাননাকর বক্তব্য দেওয়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সংগঠনের নিজস্ব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন ডিআরইউ সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমরা ডিআরইউ প্রাঙ্গণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ডিআরইউয়ের কোনো অনুষ্ঠানে তাকে অতিথি করা হবে না। সেই সঙ্গে তাকে অতিথি করলে ডিআরইউতে মিলনায়তন ভাড়া দেওয়া হবে না। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির কুদ্দুস আফ্রাদ, ডিআরইউয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও রিয়াজ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বিএফইউজের নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, রিপোর্টার অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি পান্থ রহমান প্রমুখ। রাজনীতি/কাসেম

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied