২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৫৪, মৃত্যু নেই

রাজনীতি ডেস্ক

মঙ্গলবার, ৭ জুন ২০২২, দুপুর ০২:১৯


করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৪৩ জন। তবে আজ মঙ্গলবার এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৯৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন।

এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৪৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied