৭২তম সমবায় দিবস পালিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

শনিবার, ৪ নভেম্বর ২০২৩, রাত ১০:১২


"সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে ৫২তম সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খান, কালিয়াকৈর বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি হারুন অর রশিদসহ আরো অনেকে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কমচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা ও সাংবাদিক বৃন্দ।

এমএসি/আরএইচ

Link copied