করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, দুপুর ১১:৫১


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১৪৭। এদিন অ্যান্টিজেনসহ ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০৭ জন। দৈনিক শনাক্তের হার ছয় দশমিক ৪১। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪০ এবং সুস্থতার হার ৯৭ দশমিক ২০। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৯ জন। এদিন করোনায় ১৩ জন পুুরুষ ও ২৫ জন নারীর মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় এদিন ২০ বছরের মধ্যে একজন, ৩০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের ১৫ জন এবং ষাটোর্ধ ১৯ জন প্রাণ হারিয়েছেন। বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রামের সাতজন, খুলনার আট, সিলেটের তিন, রংপুরের দুই ও ময়মনসিংহের একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। রাজনীতি/জেকে

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied