সরকারি চাকরির আবেদনে লাগবে না সত্যায়ন

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, বিকাল ০৬:০১


সরকারি চাকরির আবেদনে জমা দিতে হবে না সনদের সত্যায়িত কপি ও ছবি। সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ধাপ পেরিয়ে গেলে শুধু মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে মূল সনদ। পাসপোর্টসহ কিছু স্পর্শকাতর বিষয় বাদে ধীরে ধীরে ভর্তি, ঋণ গ্রহণ, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন কাজে সত্যায়নের বাধ্যবাধকতা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, অনলাইনে শিক্ষা সনদ, পাসপোর্টসহ বিভিন্ন নাগরিক তথ্য ‘ডিজিটালাইজড’ হয়ে গেলে কয়েক বছর পর সত্যায়নের আর প্রয়োজন হবে না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গণমাধ্যমকে বলেন, সত্যায়িত করার প্রয়োজন হলে তা যেকোনো সম্মানিত ব্যক্তি করতে পারেন। ইতিমধ্যে বিসিএস পরীক্ষার আবেদনের সঙ্গে সত্যায়িত কাগজপত্র ও সনদ চাওয়া বন্ধ করা হয়েছে। প্রাথমিক বাছাই পরীক্ষায় (প্রিলিমিনারি) টিকলে লিখিত পরীক্ষার আগে কাগজপত্র জমা দিতে হয়। উল্লেখ্য ৩৩তম বিসিএস পরীক্ষা থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। অন্যদিকে অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকার ‘শ্রেণি’ তুলে দিয়ে গ্রেডের ভিত্তিতে কর্মীদের মর্যাদা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ায় প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা বলে কিছু থাকছে না। সে জন্য সত্যায়নের কাজটি কোন গ্রেডের কর্মকর্তা করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করেনি সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এখন থেকে নির্ধারিত একটি ফরমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। চার কপি রঙিন ছবি ছাড়া আবেদনের সময় আর কোনো কাগজপত্র দিতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ছবি ও মূল কাগজপত্র দেখা হবে। তবে, সরকারি চাকরির বাইরে অন্য ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে কি না তা এখনো স্পষ্ট নয়। রাজনীতি/জিএম

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied