আখাউড়ায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১ অক্টোবর ২০২২, দুপুর ০১:২২


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে শুক্রবার পর্যন্ত মোট ৬ দিন এই বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। পূজা শেষে আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছেন, আগামীকাল ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৫ দিন দুর্গাপূজার ছুটি। এ ছাড়া ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি শুক্রবার হওয়ায় মোট ৬ দিন এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, যা চালু হবে পরদিন শনিবার।’

 

আখাউড়া আর্ন্তজাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘টানা ৬ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করবেন পারবেন।’

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied