আন্তর্জাতিক ফিল্ম ফেষ্টিভ্যালে ‘ছিটমহল’

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২, বিকাল ০৫:০৮


উপমহাদেশের ৬৮ বছরের এক অবরুদ্ধ ইতিহাসের নাম ‘ছিটমহল’। চারদিকে অন্যদেশের বেষ্টনী মাঝে আরেকটি দেশ। এই গল্প নিয়ে কমন হোম এটাচারের প্রযোজনায় এইচ আর হাবিব নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ছিটমহল। গত ১৪ ই জানুয়ারী বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্ত পায় ছবিটি। অন্যদিকে গত রোজার ঈদে ছিটমহল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চ্যানেল আই’তে।

এবার ছবিটি প্রদর্শিত হবে ২৭ শে জুলাই থেকে শুরু হওয়া আন্তজার্তিক ফিল্ম ফ্যাষ্টিভ্যাল LIFT-OFF GLOBAL NETWORK নামের ইংল্যান্ডে একটি আন্তর্জাতিক ফিল্ম ফ্যাষ্টিভালে।

ছবিটির আন্তর্জাতিক প্রোজেকশান নিয়ে চলচ্চিত্র পরিচালক এইচ আর হাবিব এর সাথে কথা হলে, তিনি জানান, হ্যা ছিটমহল আন্তর্জাতিক ফিল্ম ফেষ্টিভ্যাল এ প্রদর্শিত হবার জন্য মনোনয়ন পেয়েছে। ফেষ্টিভ্যাল কর্তৃপক্ষ মেইলে আমাদের তা নিশ্চিত করেছে ।

ছবিটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমি হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল,শিমুল খান প্রমূখ।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied