কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মামুন বিন সাত্তারের সুস্থতা কামনায় মঠবাড়ীয়ায় দোয়া মাহফিল
রবিবার, ৫ নভেম্বর ২০২৩, বিকাল ০৫:৫০

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আগরতলা ষড়যন্ত্র মামলার ৮নং আসামি প্রয়াত কর্পোরাল এমএ সামাদ এর নাতি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার অসুস্থ হয়ে ঢাকার বিএসএমএমইউ তে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সম্প্রতি তার সুস্থতা কামনায় মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ দোয়া মাহফিল আয়োজন করে। পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার গুদিঘাটা বাজারের খানকা শরীফে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন খানকা শরীফের সম্মানিত হাফেজগন এবং তাদের অর্ধ শতাধিক ছাত্র।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলভি আল আজিম, আহবায়ক কমিটির সদস্য সালমান খান রাফি, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা ইফাজুল ইসলাম, কেএম লতিফ ইনস্টিটিউশন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও আশপাশের অনেক সাধারণ মানুষ।
উল্লেখ্য, ২০০৫ সালে স্কুলে পড়াকালীন সময়েই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন মামুন। ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মামুন। মনোনীত হন কবি জসীমউদ্দিন হলের উপ-ক্রীড়া সম্পাদক পদে। পরে সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি মনোনীত হন তিনি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। তুমুল জনপ্রিয়, কর্মীবান্ধব এ ছাত্রনেতা সবার কাছেই পছন্দের মানুষ ছিলেন। ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে শেখ হাসিনারও পছন্দের লিষ্টে ছিলেন মামুন। তাইতো ছাত্রলীগের ২৯তম সম্মেলনে ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে তাকে ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ছাত্রনেতা আলভি আল আজিম।
এমএসি/আরএইচ