গণতন্ত্র আন্দোলনের বিপ‌ক্ষে যারা দাড়া‌বে তারা বাংলা‌দে‌শের শত্রু: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩, রাত ১০:৩৬


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনের পক্ষে, ভোটার অধিকারের পক্ষে, গণমাধ্যমে স্বাধীনতার পক্ষে থাকবে তারা বাংলাদেশের বন্ধু। আর যারা বিরুদ্ধে দাঁড়াবে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা শত্রু।
 
শুক্রবার (১৮ আগস্ট) দয়াগঞ্জে বিএনপির পূর্বঘোষিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। 
 
আমির খসরু বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশিদের গালিগালাজ করছে। দুদিন আগে প্রধানমন্ত্রী বলেছে বিএনপির সাথে কেউ নাই। আবার উনি গতকাল বলেছে বিএনপি নাকি বিদেশীদের নয়ন মনি। তাহলে কোনটা সত্য? তারা আওয়ামী লীগ সকালে আমেরিকাকে গালি দেয় বিকেলে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে।
 
তিনি বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র আন্দোলনের পক্ষে, ভোটার অধিকারের পক্ষে, গণমাধ্যমে স্বাধীনতার পক্ষে থাকবে তারা বাংলাদেশের বন্ধু। আর যারা বিরুদ্ধে দাঁড়াবে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না।
 
বিএনপির এই নেতা বলেন, আমরা বাংলাদেশের জনগণ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কোন শক্তি এ বাংলাদেশের জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে। আর কোন শক্তি দেশের জনগণ ও গণতন্ত্রের বিপক্ষে। যারা বিপ‌ক্ষে দাড়া‌বে তারা দে‌শের শত্রু।
 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
 

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied