চুয়াডাঙ্গা-২ আসনের পঞ্চম বারের মতো নৌকার মাঝি হলেন এমপি আলী আজগার টগর

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, দুপুর ০৪:৪৮


চুয়াডাঙ্গা ২ আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন এমপি আলী আজগার টগর। রবিবার ২৬ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এমপি টগর এ সময় বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা ২ (দামুড়হুদা- জীবননগর-চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন) আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের ন্যায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এমপি আলী আজগার টগর বলেন, শেখ হাসিনা এর একজন ক্ষুদ্র সেবক হিসেবে চুয়াডাঙ্গা ২ আসনের উন্নয়নের কাজ করেছি। গত ১৫ বছর চুয়াডাঙ্গা ২ আসনের সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করেছি। যতটুকু সাধ্য আমার নির্বাচনি এলাকা ডিজিটাল হিসেবে গড়ে তুলতে কাজ করেছি। তাই দল আমাকে মূল্যায়ন করেছে।

স্হানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এমপি আলী আজগার টগর ২০০৬ সালে প্রথম নৌকার মনোনয়ন পায়, ২০০৮, ২০১৪, ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে যাচ্ছেন। ২০২৪ সালের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি নৌকা প্রতীক পাওয়ায় জয় ছিনিয়ে আনবেন বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু বলেন, এমপি আলী আজগার টগর এমন একজন মানুষ যিনি সকল শ্রেণির মানুষের আশ্রয়স্থল। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্দীপনা বিরাজ করছে। দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও দর্শনা পৌর আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ জানান, ধন্যবাদ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে। চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগরকে নৌকার মাঝি করায় আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এই আসনটি আবারও উপহার দিতে প্রস্তুত এলাকার সাধারণ ভোটাররা।

চূড়ান্ত বিজয় না অর্জন হওয়া পর্যন্ত নেতা-কর্মী মাঠে কাজ করবে বলে জানান তিনি। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম বলেন,জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক দামুড়হুদা -জীবন নগর উপজেলার উন্নয়ন ও শান্তির প্রতীক এমপি আলী আজগার টগর টানা ৫ম বারের মতো মনোনয়ন লাভ করায় উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এদিকে এমপি আলী আজগার টগর মনোনয়ন পাওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা ২ আসনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied