নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হোটেল ব্যবসায়ীর জরিমানা

বগুড়া, নন্দীগ্রাম প্রতিনিধি

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩, রাত ০৮:৩০


বগুড়ার নন্দীগ্রামে আবাসিক এলাকার দই কারখানা, নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশের খাবার হোটেলগুলো পর্যবেক্ষণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ঝুকিপূর্ণ কারখানার সংশ্লিষ্টদের সতর্ক করাসহ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হোটেল মালিকদের জরিমানা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার রণবাঘা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছেন। খাদ্যে পোড়া তেল ব্যবহার ও নোংড়া-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি এবং বিক্রয় করার অপরাধে রণবাঘার জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক জিয়াউল হকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় অর্থ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে জিয়া হোটেলের দই কারখানায় গিয়ে ঝুকিপূর্ণ অবস্থা দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঝুকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণ ও দই কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রণবাঘা বাজারের অন্য হোটেলগুলো বন্ধ করে মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়।

এমএসি/আরএইচ

Link copied