পদ্মা সেতুর প্রথম নারী বাইকার রুবায়াত

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৬ জুন ২০২২, দুপুর ১২:০৯


প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে পদ্মা সেতুর দুই প্রান্তে রাত থেকেই অপেক্ষায় ছিলেন অনেকে। রবিবার (২৬ জুন) সকাল ৬টায় যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু হয়ে যায়।

পদ্মা সেতু পার হওয়ার মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে এসে রবিবার সকালে সেতুতে ওঠেন রুবায়াত রুবা।

তিনি বলেন, সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক আনন্দ লাগছে। এ অনুভূতি প্রকাশ করার মতো না। এ সময় তিনি সবাইকে আইন মেনে সেতু দিয়ে গাড়ি চালানোর অনুরোধ করেন।

এদিকে স্বপ্নের সেতু দিয়ে নদীর পারাপার হতে পেরে সবার মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ টোল দিয়ে সেতুতে উঠছে।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied