বন্যার্তদের জন্য মনিরা মিঠুর খিচুড়ি

বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২, দুপুর ০৪:৩৩


সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত ২০০ লোকের জন্য খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি।

বুধবার (২২ জুন) দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজন দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে। ’

তিনি বলেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’

‘এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে। রিজিকের মালিক আল্লাহ!’ যুক্ত করেন আলোচিত এই অভিনেত্রী।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied