বাংলাদেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ!

ক্রীড়া প্রতিবেদক

শনিবার, ২১ মে ২০২২, দুপুর ১১:০৮


শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অথনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ডটকম এমনই দাবি করেছে।

সূত্রের মতে, শ্রীলঙ্কা আয়োজন করতে না পারলে আসরটি বাংলাদেশেই হবে। কারণ গরমের কারণে আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আসরটি আয়োজন করার কঠিন হবে।

ওই সূত্র বলেছে, এসিসি শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শ্রীলঙ্কায় আসর আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ হতে পারে বিকল্প। আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত অবশ্যই বিকল্প ভৈন্যু হবে না।

ওদিকে রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে পাকিস্তান এশিয়া কাপ খেলতে ভারতে যাবে না। আগামী বছরের বিশ্বকাপ নিয়েই তালবাহানা আছে তাদের। ভারতও আপাতত পাকিস্তান যাওয়ার বিষয়ে কিছু ভাবছে না। সেজন্য ভারত বা পাকিস্তানের ভেন্যু হওয়ার সম্ভাবনা নেই।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied