ভোটারদের ভোটকেন্দ্রে নিতে সরকারের 'মরিয়া' চেষ্টায় সাড়া মিলছে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, রাত ০৩:৫৭


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে সরকার ‘মরিয়া’ হয়ে উঠলেও জনগণের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছে না।

রাজধানীর শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের তিনি বলেন, 'ক্ষমতাসীন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালাতে দেখে লোকজন দ্রুত পালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশে অবৈধ সরকার ও অধস্তন নির্বাচন কমিশন যে ডামি ও প্রহসনের নির্বাচন আয়োজন করছে তাতে জনগণ সাড়া দিচ্ছে না। জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে যেতে মরিয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন দল। তারা ঘরে ঘরে গিয়ে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে।’

তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে রিজভী বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, সরকার জনগণকে একতরফা নির্বাচনে অংশ নিতে বাধ্য করে পুরো দেশকে নরকে পরিণত করার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে দেশের কোথাও ভোটারদের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই।

তিনি বলেন, 'কোনো এলাকায় আপনারা জনগণের মধ্যে ভোট নিয়ে কোনো আলোচনা করতে দেখতে পাবেন না। তারা (আওয়ামী লীগ নেতারা) যখন কোনো এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালায়, তখন মানুষ দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। সাধারণ মানুষ বলছে এটা ভোট নয়, এটা ৩০০ আসন বণ্টনের নাটক।’

রিজভী বলেন, সরকার ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যেতে বাধ্য করার জন্য বিভিন্ন হুমকি দিয়ে সারাদেশের জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, সন্ত্রাসীদের মতো হুমকি দেওয়ার কোনো মানে নেই, কারণ মানুষ ডামি নির্বাচনে ভোট দিতে যাবে না।’

রিজভী ছাড়াও বিএনপির আরও অনেক নেতা ও বিভিন্ন বিরোধী দলের নেতারা নির্বাচন বর্জন ও আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা না করার আহ্বানে জনসমর্থন আদায়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied