শাকিবের জন্য নয়, গল্প সেকেলে বলে ‘নীল দরিয়া’ করবেন না প্রযোজক

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, সকাল ০৬:২১


বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ নামের একটি সিনেমার শিডিউল দিয়েও সিনেমাটি করেননি শাকিব। গণমাধ্যমে এমন বক্তব্য দেন খোদ পরিচালক। সিনেমাটির জন্য ৪০ লাখে শাকিবকে চুক্তিবদ্ধ করালেও পরে আরও ৬০ লাখ টাকা দাবি করেন। না দিতে দিতে পারায় পারিশ্রমিক হিসেবে নেওয়া ৪০ লাখ ফেরত দিয়ে দেন।

গণমাধ্যমে পরিচালক বদিউল আলম খোকের এমন দাবির পর এবার মুখ খুললেন  ‘নীল দরিয়া’সিনেমাটির প্রযোজক নাসরিন হেলালী। পরিচালকের ওই দাবির পুরোপুরি মিথ্যা বলেই দাবি করলেন তিনি। সেই সঙ্গে বললেন,  ‘শাকিব খান সময়ের সাথে সাথে  তার শিল্পী সম্মানীর টাকা বাড়াতেই পারেন। এই ডিজিটাল সময়ে তার ক্রিয়েভিটি মেধা দিয়ে আমাদেরকে সময় দেবেন সৃষ্টিশীল কাজ উপহার দিবেন আমরা তার পারিশ্রমিক নিয়ে দামদর করব কেন? আর নিজেদের দুর্বলতার দায় সমাজের স্বনামধন্য কোন মানুষের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। এই বাজে চিন্তাধারা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।’

প্রযোজক শাকিবের টাকা ফেরত দেওয়ার বিষয়টি পেশাদার শিল্পী হিসেবেই মনে করছেন। তার দাবি, শাকিব খানকে শিল্পী সম্মানি যে টাকাটা দিয়েছিলাম তার পুরোটাই ফেরত দিয়েছেন এটা তার পেশাগত আচরণ। তবে আমরা তারা  সিডিউল নিয়েও কাজটি করিনি। বরং তার নষ্ট করেছি।

‘নীল দরিয়া’ সিনেমাটি শাকিব খান নয় বরং প্রযোজকই করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।  কারণ হিসেবে জানিয়েছেন, গল্প ও নির্মাণ কৌশল সমসাময়িক না হওয়া।  তার ভাষ্য,‘নীল দরিয়া নামে আমার চলচ্চিত্রটি নামকরণ দেওয়া হয়েছিল যেটা আমার মোটেই পছন্দ হয়নি। বেশ পুরোনো গল্প। টেকনোলজিও পুরানো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে  চলচ্চিত্রটি না করাই ভালো।  শাকিব খান একজন মেধাবী । তাকে নিয়ে আমরা ব্যবসা সফল ছবি বানাবো। তাই সরে আসা।’ 

 

তিনি আরও বলেন, ‘কোরবানি ঈদে শাকিব খানের প্রিয়তমা ছবিটি সুপারহিট হয়েছে  এটা আমরা সবাই জানি।   বহুদিন পর চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে । হলগুলোতে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রিয়তমা ছবির পর আমার আমার প্রতিষ্ঠানের ছবিটি করার কথা ছিল। আমার কাছে মনে হয়েছে কোন ব্যাকডেটেড ছবির গল্প কাহিনী নয়, ব্যাকডেটেড টেকনোলজি নয়, তাই নীল দরিয়া বানানো থেকে সরে আসি।’

নীল দরিয়া না বানালেও শাকিব খানকে নিয়ে সমসাময়িক গল্পের আধুনিক নির্মাণের সিনেমা বানাবেন বলে জানালেন প্রযোজক। তিনি বলেন, সুপারস্টার শাকিব খান আমাদের দেশের সন্তান, আমাদরে ইন্ডাষ্ট্রির সম্পদ তাকে নিয়ে আমরা ব্যবসা সফল ছবি বানাবো। সে চেষ্টাই চলছে এখন । 

এমএসি/আরএইচ

Link copied