গরু পাচার মামলায় দেবকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিনোদন প্রতিবেদক

শুক্রবার, ২৪ জুন ২০২২, রাত ০৯:৩৭


অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই। তাকে তলবের পর টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

 

কলকাতার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার ইডির সামনে হাজির হন দেব। তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দেবকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। দেব তখন বলেছিলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না।

অপর একটি ভারতীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ‌্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই। 

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied