ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি

রাজনীতি ডেস্ক

মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, দুপুর ০৩:২৩


ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ (ডিজিটাল নিরাপত্তা আইন) সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার (৪ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনের’ পর্যবেক্ষণে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশের জনগণের তথ্য অধিকার ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে। সংস্থাটি ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার তথ্য রেকর্ড করেছে।

এ বিষয়ে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, এটা আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার নীলনকশার অংশ। অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানানো হয়।

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied