হে নারী, এখনই সময় ঘুরে দাঁড়াবার : আতিকা আফসানা

শনিবার, ২৪ এপ্রিল ২০২১, রাত ১০:১৭


জাগো হে নারী জাগো এখনই জেগে ওঠো সময় এসেছে সবকিছু ভুলে মোরা সামনে এগিয়ে যাবো। আর কত কাল রইবো মোরা ঘরের কোণায় বন্দি এক হও সব নারী সমাজ জেগে ওঠো হে নারী শক্তি। অনেক সয়েছি নির্যাতন মোরা সয়েছি অন্যায় - অবিচার হে নারী, এখনই সময় এসেছে মোদের ঘুরে দাঁড়াবার। মোরা ও যে মানুষ মোদেরও রয়েছে রক্ত, মাংস, প্রাণ তবে কেন থাকবে নারী আর পুরুষ চিরচেনা ব্যবধান। ভাঙবো মোরা শিকল তালা ছিঁড়বো পায়ের বেড়ি নারী হয়েছি তাই বলে কি মোরা সইবো সকল জ্বালা??? অনেক হয়েছে, অনেক পেয়েছি অবজ্ঞা-অবহেলা হইনিকো মোরা কখনও তো সুখী দু'ফোঁটা অশ্রু ছাড়া। কেন এত বাধাঁ, কেন বিপত্তি? কেন এত পিছুটান? আমরা নারী, আমরাও পারি কখনও হারি, কখনও বা জিতি হাসবো মোরা সুখের হাসি হবো মোরা বিজয়ী। জ্বালো হে নারী জ্বালো অগ্নিশিখার মতো দীপ্ত আলো জ্বালো নিরব, নিশ্চুপ, মাথা নুইয়ে থাকবো না মোরা আর হে নারী, এখনই সময় মোদের ঘুরে দাঁড়াবার। রাজনীতি/অয়ন

এমএসি/আরএইচ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

Link copied