মানুষ ফাউন্ডেশন ৩য় বর্ষে
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩, সকাল ০৭:১৯

মানুষ ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে, রাস্তায় যাদের বসবাস, রাস্তায় যাদের জিবনযাপন অর্থাৎ বস্তুহারা অসহায় দুস্থ মানুষের মাঝে পোলাও, মিষ্টি, কেকসহ উন্নতমানের খাবার বিতারন করা হয়। অসহায় ও দুস্থ বস্তুহারা মানুষের মাঝে খাবার বিতারন করার সময় পূর্বে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও নাট্যকার, রন্ধনশিল্পী, সংবাদ উপস্থাপকসহ তারিক আনাম খান, কচি খন্দকার, ঝুনা চৌধুরী অনেকেই।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য নির্মাতা, অভিনেতা কচি খন্দকার। মানুষ ফাউন্ডেশনের উদ্যোক্তা রানা বর্তমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নির্মাতা প্রাণেশ রায়, মিজান, তুহিন, হাসিনা সহ অনেকে।
উদ্বোধনী ও অনুষ্ঠান শেষে রাস্তায় যাদের বসবাস, রাস্তায় যাদের জীবনযাপন, তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, এনফ্লিক্স এর চেয়ারম্যান জনাব নাসির কাশেমের অর্থায়নে সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। নির্মাতা রানা বর্তমান, রঞ্জন শিল্পী সহ মানুষ ফাউন্ডেশনের মানবকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার ও মিষ্টি বিতরণ করেন।
এমএসি/আরএইচ