শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিজিএবি-এর শ্রদ্ধা
বুধবার, ১৬ আগস্ট ২০২৩, রাত ১২:২২

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দি ইনস্টিটিউট অফ সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিজিএবি) শ্রদ্ধা জানিয়েছে।
গত মঙ্গলবার আইসিজিএবির-এর প্রেসিডেন্ট মুহাম্মদ মামুনুর রশিদ এফসিজিএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম এফসিজিএ, ভাইস প্রেসিডেন্ট শেখ মনোয়ার হোসেন এফসিজিএ সহ কাউন্সিলর ও সদস্যগণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার সদস্যসহ ১৫ আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এমএসি/আরএইচ